Question:’জেনারেটরে তাড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করা হয়’- ব্যাখ্যা কর। 

Answer পরিবর্তনশীল চৌম্বকক্ষে্রেতর দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালকশক্তি বা তড়িৎপ্রবাহ সৃষ্টির ঘটনাকে তাড়িতচৌম্বক আবেশ বলে। যখন জেনারেটরে আর্মেচারটিকে ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িত চৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িতচ্চালক শক্তি আবিষ্ট হয়। সুতরাং জেনারেটরে তাড়িতচৌম্বক আবেশ ব্যবহার করা হয়। 

+ Report
Total Preview: 544
’jenaretre taড়িt chৌlmk abesho babohar kara hoyo’- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd