Question:ট্রান্সফর্মারে বিভব ও প্রবাহের রূপান্তর কিভাবে পাকসংখ্যার অনুপাতের উপর নির্ভর করে? 

Answer ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলী ও মুখ্য কুন্ডলীর পাকসংখ্যার অনুপাত যত বেশি হবে, মুখ্য কুন্ডলীতে প্রযুক্ত বিভব ততগুণ বাড়বে এবং প্রবাহ ততগুণ কমবে। যেমন কোনো ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুন্ডলীর পাকসংখ্যার অনুপাত 1:10 এবং মুখ্য কুন্ডলীর বিভব ও প্রবাহ যথাক্রমে 1V এবং 10A হলে গৌণ কুন্ডলীতে বিভব ও প্রবাহের মান হবে যথাক্রমে 10V এবং 1A। 

+ Report
Total Preview: 659
transhphoromare bibhbo o probaher rupantor kivabe pakshongkhar onupater upar nirvr kare?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd