Question:উদাহরণসহকারে তাড়িতচৌম্বক আবেশ ব্যাখ্যা কর।
Answer একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িচ্চালকশক্তি সৃষ্টি করতে পারে যা একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িপ্রবাহ চালাতে পারে। পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালকশক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টির এই ঘটনাকে তাড়িতচৌম্বক আবেশ বলে। যেমন, একটি কুন্ডলীর দুই প্রান্তকে একটি গ্যালভানোমিটারের সাথে যুক্ত করে ঐ কুন্ডলীর মধ্য দিয়ে একটি দন্ডচুম্বক দ্রুগতিতে প্রবেশ করালে গ্যালভানোমিটারে বিক্ষেপ তৈরি হবে। অর্থাৎ এখানে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়েছে।
+ Report
udahoronshohokare taড়িtchৌlmk abesho baakha karo.