Question:আইসোটোপের ব্যবহার উল্লেখ কর। 

Answer যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় সেসব পরমাণুকে আইসোটোপ বলে। চিকিৎসাক্ষেত্রে পরমাণু চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। শরীরের কোনো স্থান বা অঙ্গে ক্ষতিকর টিউমারের উপস্থিতি, ক্যান্সারের চিকিৎসা, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসা এবং ব্রেন, লিভার, প্লীহা, হাড়ের ইমেজিং বা স্ক্যানিং-এর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যভহৃত হয়। এছাড়া কৃষিক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, কীটপতঙ্গ দমনে এবং শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। 

+ Report
Total Preview: 2899
aishotোper babohar ullakh karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd