জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
  1. Question:এম আর আই এর পূর্ণরূপ কী? 

    Answer
    এম আর আই এর পূর্ণ রূপ হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং।

    1. Report
  2. Question:আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ কেন? 

    Answer
    বিভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট একই মৌলের পরমাণুকে ঐ মৌলের আইসোটোপ বলে। অর্থাৎ কোনো মৌলের আইসোটোপসমূহে প্রোটনের সংখ্যা সমান থাকে, কিন্তু নিউট্রনের সংখ্যা বিভিন্ন হয়। কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা মৌলটিকে অনন্যরূপে সনাক্ত করে। কিন্তু নীতিগতভাবে একটি মৌলের যেকোনো সংখ্যক নিউট্রন থাকতে পারে। মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যাই হলো এর ভর সংখ্যা। এর কারণেই কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা বিভিন্ন হয়। সুতরাং আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ।

    1. Report
  3. Question:সমন্বিত বর্তনী কী? 

    Answer
    সমন্বিত বর্তনী হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যভহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গাল লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভুত থাকে।

    1. Report
  4. Question:ইন্টারনেট দ্বারা কী কী কাজ করা যায়? 

    Answer
    ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি, ই-মেইল পাঠাতে ও গ্রহণ করতে পারি এবং ভিডিও কনফারেনসিং করতে পারি। আড্ডা দিতে পারি, গল্প গুজব করতে পারি, ট্রেন, বাস বা প্লেনের টিকেট বুকিং দিতে পারি এবং ইলেকট্রনিক কমার্স বা ব্যবসা-বাণিজ্য, ই-ব্যাংকিং ও শপিং করতে পারি। ইন্টারনেটের সাহায্যে ইলেকট্রনিকভাবে যেকোনো ফাইল, ডকুমেন্ট ইত্যাদি পাঠাতে ও গ্রহণ করতে পারি।

    1. Report
  5. Question:রেডিওথেরাপি কী? 

    Answer
    রেডিওথেরাপি হলো কোনো রোগের চিকৎসায় আয়ন সৃষ্টিকারী (তেজস্ক্রিয) বিকিরণের ব্যবহার।

    1. Report
  6. Question:িইসিজি কীভাবে হৃৎপিন্ডের রক্ত প্রবাহের পরোক্ষ প্রমাণ দেয়? 

    Answer
    আমরা জানি, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃদযন্ত্র ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত উৎপন্ন করে। এই বৈদ্যুতিক সংকেত হৃদযন্ত্রের পেশির মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, এর ফলে হৃদযন্ত্র সংকুচিত হয়। ইসিজি যন্ত্রের সাহায্যে আমরা এই তড়িৎ সংকেতসমূহকে শনাক্ত করি। ইসিজি এর সাহায্যে আমরা হৃৎপিন্ডের স্পন্দনের হার এবং ছন্দময়তা পরিমাপ করতে পারি। এটি হৃৎপিন্ডের মধ্যে রক্তপ্রবাহের পরোক্ষ প্রমাণ দেয়।

    1. Report
  7. Question:X-ray কী? 

    Answer
    এক্সরে হলো এক ধরনের তাড়িতচৌম্বক বিকিরণ, যার তরঙ্গ দৈর্ঘ্য (`10^(-10)`এর কাছাকাছি) সাধারণ আলোর তঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা অনেক কম।

    1. Report
  8. Question:আইসোটোপের ব্যবহার উল্লেখ কর। 

    Answer
    যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় সেসব পরমাণুকে আইসোটোপ বলে।
    চিকিৎসাক্ষেত্রে পরমাণু চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। শরীরের কোনো স্থান বা অঙ্গে ক্ষতিকর টিউমারের উপস্থিতি, ক্যান্সারের চিকিৎসা, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসা এবং ব্রেন, লিভার, প্লীহা, হাড়ের ইমেজিং বা স্ক্যানিং-এর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যভহৃত হয়। এছাড়া কৃষিক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, কীটপতঙ্গ দমনে এবং শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়।

    1. Report
  9. Question:জীবপদার্থবিজ্ঞান কাকে বলে? 

    Answer
    পদার্থবিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক স্থাপন করে যে নতুন বিষয় সৃষ্টি হয়েছে তাকে জীবপদার্থবিজ্ঞান বলে।

    1. Report
  10. Question:এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টির মধ্যে পার্থক্য কী? 

    Answer
    এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টির মধ্যে পার্থক্য: এনজিওগ্রাফি হলো এমন একটি প্রতিবিম্ব তৈরির পরীক্ষা যেখানে রক্তনালিকাসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়। এ পরীক্ষার মাধ্যমে রক্তনালিকাসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার করা হয়। এ পরীক্ষার মাধ্যমে রক্তবাহী শিরা বা ধমনীগুলো সরু, ব্লক ও প্রসারিত হয়েছে কিনা তা নির্ণয় করা যায়। অপরদিকে, যে কৌশলে বা প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনীর ব্লক মুক্ত করা হয় তাকে এনজিওপ্লাস্টি বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd