Question:রোগ নির্ণয়ে চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার অপরিহার্য-ব্যাখ্যা কর। 

Answer বিভিন্ন অসুস্থতায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাহ্যিক বর্ণনা শুনে রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক অবস্থান নির্ণয় যেমন কঠিন তেমনি উক্ত নির্দিষ্ট অঙ্গ কী মাত্রায় আক্রান্ত হয়েছে তা জানা সম্ভব নয়। বর্তমান আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহৃত করে রোগের সঠিক প্রকৃতি ও আক্রান্তের মাত্রা সবই জানা সম্ভব হচ্ছে। ফলে চিকিৎসক সঠিক ব্যবস্থাপত্র দিতে পারছেন। ফলে বলা যায় রোগ নির্ণয়ে চিকিৎসা যন্ত্রপাতির ব্যভহার অপরিহার্য। তাই একথা বলা যায় যে, মানবদেহের সুস্থতায় এক্সরের অবদান অপরিসীম। 

+ Report
Total Preview: 838
rog nironye chikitsha jontropatir babohar opariharojo-baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd