Question:কী কী কারণে এনজিওগ্রাফি করতে হয় ব্যাখ্যা কর।
Answer সাধারণত যে যে কারণে চিকিৎসক এনজিওগ্রাফিকরার পরামর্শ দেন তা নিম্নরূপ: ১. হৃৎপিন্ডের বাহিরে ধমনির ব্লকেজ হলে। ২. ধমনি প্রসারিত হলে। ৩. কিডনীর ধমনির অবস্থা বোঝার জন্য। ৪. শিরার কোনো সমস্যা হলে। মূলত এ সমস্ত সমস্যার কারণে বুকে ব্যাথ্যা, হার্ট এ্যাটাক, স্ট্রোক প্রভৃতি সমস্যা হয়।
+ Report
ki ki karone angiografe karote hoy baakha karo.