Question:উদ্ভিদকে কিসের ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয়? গুল্ম শ্রেণির উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য লেখ। ঢেঁকিশাক কোন শ্রেণির উদ্ভিদ? 

Answer ফুল, কাণ্ড এবং আকার এর ভিত্তিতে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণিবিভাগ করা হয়। গুল্ম শ্রেণির উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য হলো: ১. এ শ্রেণির উদ্ভিদের কাণ্ড শক্ত হলেও বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়। ২. এদের কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা-প্রশাখা বের হয়। ৩. এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না। ঢেঁকিশাক অপুষ্পক শ্রেণির উদ্ভিদ। 

+ Report
Total Preview: 966
udovedoke kisher vettite sranibivag kara hoyo? gulmo sranir udoveder tinti boishishtjlekh. ঢেঁkishak kon sranir udovedo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd