Question:লুনাদের উঠোনে আছে আম গাছ, আর টবে রয়েছে গোলাপ গাছ। টবের গাছটি কী ধরনের উদ্ভিদ? উঠোনে থাকা গাছটি টবে লাগানে যায় না কেন? এর ৩টি বৈশিষ্ট্য লেখ। 

Answer টবের গোলাপ গাছটি গুল্ম শ্রেণির। উঠানে থাকা আম গাছটি বৃক্ষ শ্রেণির উদ্ভিদ, তাই এর শিকড় মাটির বেশি গভীরে যায়। এজন্যেই একে টবে লাগানো যায় না। আম গাছটির তিনটি বৈশিষ্ট্য: ১. এর কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত। ২. কাণ্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা হয়। ৩. এর শেকড় মাটির বেশি গভীরে যায়। 

+ Report
Total Preview: 742
lunader uthোne ache amo gacho, ar tbe royeche golap gacho. tber gachoti ki dhroner udovedo? uthোne thaka gachoti tbe lagane jay na ken? ar ৩ti boishishtjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd