Question:তোমাদের বিজ্ঞানের শিক্ষক ক্লাশে চক, ডাস্টার, বিজ্ঞান বই ও ১ বোতল পানি নিয়ে ঢুকলেন। এগুলোর মধ্যে কঠিন পদার্থ কোনটি? এদের ২টি সাধারণ বৈশিষ্ট্য লেখ। 

Answer চক, ডাস্টার ও বিজ্ঞান বই কঠিন পদার্থ। এদের ২টি সাধারণ বৈশিষ্ট্য হলো- ১. এদে নির্দিষ্ট আয়তন আছে। ২. এর নির্দিষ্ট আকারও আছে। বোতলের পানির দুটি বৈশিষ্ট্য হলো: ১. পানি (তরল পদার্থ) নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। ২. পানিকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করে। 

+ Report
Total Preview: 914
tomader bigganer shikhk klashe chk, dashotaro, biggan boi o ১ botl pani niye ঢুklen. agulor modhe kathin padarotho konti? ader ২ti shadharon boishishtjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd