Question:তোমাকে এক টুকরো বরফ দেওয়া হলো। এটি কী ধরনের পদার্থ? এর দুটি বৈশিষ্ট্য লেখ। তাপের প্রভাবে এর ২টি পরিবর্তন লেখ।
Answer এটি কঠিন পদার্থ। এর ২টি বৈশিষ্ট্য হলো: ১. নির্দিষ্ট আকার আছে। ২. নির্দিষ্ট আয়তন আছে। তাপের প্রভাবে পদার্থটির ২টি পরিবর্তন হলো- ১. বরফকে তাপ দিলে পানিতে পরিণত হবে। ২. আরও তাপ দিলে বাষ্পে পরিণত হবে।
+ Report
tomake ak tukro boropho deoya holo. ati ki dhroner padarotho? ar duti boishishtjlekh. taper provabe ar ২ti pariborotn lekh.