Question:আমরা কীভাবে খাদ্য সংরক্ষণ করি? 

Answer আমরা বিভিন্ন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করি। যেমন- ১. জলপাই, আম : চুলার আগুনে শুকিয়ে, বিভিন্ন মসলা সহকারে আচার তৈরি করে রাখি। ২. ফল, সবজি, মাছ, মাংস : বোতলজাত করে। খাদ্য দ্রব্যকে উত্তমরূপে কেটে, ধুয়ে নির্দিষ্ট তাপমাত্রায় ধরে উত্তপ্ত করে বোতল ভর্তি করে সংরক্ষণ করা হয়। ৩. মাছ, মাংস: রিফ্রিজারেটরে ঠাণ্ডা করে, উত্তমরূপে কেটে, ধুয়ে মাছ ও মাংষকে প্যাকেট করে ডিম ফ্রিজে ঠাণ্ডা করে সংরক্ষণ করা হয়। 

+ Report
Total Preview: 693
amora kivabe khadojshongrokhn kari?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd