Question:দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারের চারটি ক্ষেত্র উল্লেখ করো। দ্রুত যাতায়াত ব্যবস্থায় প্রযুক্তির ৩টি ব্যবহার লিখ। 

Answer আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারের চারটি ক্ষেত্র হলো- ১. যাতায়াত, ২. শিক্ষা, ৩. কৃষি ও ৪. স্বাস্থ্যসেবা। দ্রুত যাতায়াত ব্যবস্থার প্রযুক্তির তিনটি ব্যবহার নিম্নরূপ- ১. উড়োজাহাজ ও হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে চলাচলের জন্য। ২. স্থলপথে দ্রুত যাতায়াতের জন্য রেলগাড়ি ও মোটর গাড়ি উদ্ভাবন করা হয়েছে। ৩. জলপথে যাতায়াত ও পরিবহনের জন্য উদ্ভাবন করা হয়েছে জাহাজ ও অন্যান্য জলযান। 

+ Report
Total Preview: 1037
doinndin jibone projukti baboharer charoti kkhetro ullakh karo. drut jatayat baboshothay projuktir ৩ti babohar likh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd