Question:২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? জনসংখ্যা বৃদ্ধির পেলে হতে পারে এমন দুটি সমস্যার নাম লেখ। জনসংখ্যা বৃদ্ধি পেলে কোনটির প্রয়োজন বেড়ে যায় এবং এ প্রয়োজন মেটানোর জন্য মানুষ কী ধ্বংস করে? 

Answer ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি। জনসংখ্যা বৃদ্ধি পেলে যে দুটি প্রধান সমস্যা হতে পারে তা হলো- ১. খাদ্য সমস্যা। ২. বসবাসের জায়গার সমস্যা। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। এ প্রয়োজনে মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে। 

+ Report
Total Preview: 1278
২০১১ shaler hishabo onujoayoী bangladesher jonshongkha koto? jonshongkha briddhir pele hote pare amon duti shomoshojoar namo lekh. jonshongkha briddhi pele kontir proyojon beড়ে jay abong a proyojon metanor janno manush ki dhbongsho kare?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd