1. Question:জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কী হবে? 

    Answer
    জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হবো। যেমন- খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়তে থাকলে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। পানি, বায়ু ও মাটি দূষিত হবে। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যাবে।

    1. Report
  2. Question:প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম লেখ। 

    Answer
    প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম হলো-
    ১. উদ্ভিদ; ২. প্রাণী; ৩. মাটি; ৪; পানি এবং ৫. বায়ু।

    1. Report
  3. Question:জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে কী প্রভাব ফেলে তা নিচের লেখা শব্দগুলো ব্যবহার করে ২টি বাক্যে লেখ। প্রাকৃতিক, ধ্বংস, প্রাকৃতিক পরিবেশ, প্রচুর 

    Answer
    উপরের লেখা শব্দ ব্যবহার করে ‘পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব’ এ বিষয়ে ২টি বাক্য হলো-
    ১. জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়।
    ২. জনসংখ্যা বাড়লে প্রচুর প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয়।

    1. Report
  4. Question:বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় উপাদান কতটি? 

    Answer
    বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় উপাদান পাঁচটি।

    1. Report
  5. Question:প্রাকৃতিক সম্পদ কী? 

    Answer
    প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাপ্ত সম্পদই প্রাকৃতিক সম্পদ।

    1. Report
  6. Question:মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কোনটি ধ্বংস করেছে? 

    Answer
    মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেছে।

    1. Report
  7. Question:পরিবার কাকে বলে? 

    Answer
    মা-বাবা, ভাই-বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন নিয়ে গঠিত হয় পরিবার।

    1. Report
  8. Question:ছোট পরিবারের সুবিধা কী? 

    Answer
    পরিবার ছোট হলে ছোট ঘরে ও সুন্দরভাবে বাস করা যায়।

    1. Report
  9. Question:একটি পরিবারে সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে প্রধান কোন সমস্যা সৃষ্টি হবে? 

    Answer
    একটি পরিবারে সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য ও বাসস্থানের প্রয়োজন বাড়বে।

    1. Report
  10. Question:২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? জনসংখ্যা বৃদ্ধির পেলে হতে পারে এমন দুটি সমস্যার নাম লেখ। জনসংখ্যা বৃদ্ধি পেলে কোনটির প্রয়োজন বেড়ে যায় এবং এ প্রয়োজন মেটানোর জন্য মানুষ কী ধ্বংস করে? 

    Answer
    ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি। জনসংখ্যা বৃদ্ধি পেলে যে দুটি প্রধান সমস্যা হতে পারে তা হলো-
    ১. খাদ্য সমস্যা।
    ২. বসবাসের জায়গার সমস্যা।
    জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। এ প্রয়োজনে মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd