Question:তোমার পরিবারে লোকসংখ্যা চারজন। তোমার বন্ধুর পরিবারে নয়জন। তোমার বন্ধুর পরিবারের ৩টি সমস্যা তুলে ধর। এ সমস্যা সমাধানের ২টি উপায় লেখ।
Answer পরিবারের লোকসংখ্যা বাড়ার ৩টি সমস্যা নিম্নরূপ: ১. বসবাসের জায়গা যেমন- বসা, ঘুমানো, মলমূত্র ত্যাগ ইত্যাদির সমস্যা হবে। ২. বাড়তি খাবার, থালবাটি, আসবাবপত্র, বিছানা ইত্যাদির ব্যবস্থা করতে হবে। ৩. পড়াশোনা, চিকিৎসা, কাপড়-চোপড় ইত্যাদির জন্য খরচ বাড়বে। এ সমস্যা সমাধানের ২টি উপায় হলো- ১. পরিকল্পিত ছোট পরিবার গঠন। ২. প্রত্যেক নাগরিকের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা।
+ Report
tomar paribare lokshongkha charojon. tomar bondhur paribare nyojon. tomar bondhur paribarer ৩ti shomoshojoa tule dhro. a shomoshojoa shomadhaner ২ti upay lekh.