Answer বায়ুর উপর জীব নির্ভরশীল কেননা বায়ুতে বিদ্যামান কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাস উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ।
উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য বায়ুতে বিদ্যমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে এবং বায়ুতে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। আবার মানুষসহ সকল প্রাণীর শ্বাসকার্যের জন্য বায়ুতে বিদ্যামান এই অক্সিজেন গ্যাস ব্যবহার করে এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে।
সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না। তাই বলা যায় জীব তার জীবন ধারণের জন্য বায়ুর উপর নির্ভরশীল।