Answer মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানের বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতিগুরুত্বপূর্ণ। কেননা, বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব হয় না। ফলে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দেবে এবং বিভিন্ন পশু পাখির আশ্রয়স্থল ধ্বংস হবে। এই খাদ্য ও আশ্রয়স্থলের অভাবে অনেক প্রাণীর বিলুপ্ত ঘটবে। এর ফলে জীব বৈচিত্র্যে ভারসাম্য নষ্ট হবে। এছাড়া বীজের বিস্তরণ না হলে একই স্থানে সমজাতীয় অনেক উদ্ভিদ জন্মাতো ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যহত হতো।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, উদ্ভিদের জীবনচক্র সঠিকভাবে চালনার জন্য বীজের বিস্তরণ অতিগুরুত্বপূর্ণ।