Question:পরিবেশ সংরক্ষণের একটি উপায় লেখ। উদ্ভিদের বেঁচে থাকার জন্য কেন মাটি, বায়ু ও পানি প্রয়োজন তা চারটি বাক্যে লেখ। 

Answer পরিবেশ সংরক্ষণের একটি উপায় হচ্ছে বেশি করে গাছ লাগানো। উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাটি, বায়ু ও পানির প্রয়োজনীয়তা নিম্নরূপ : ১. উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পুষ্টি উপাদান পায়। ২. উদ্ভিদ পানির সাহায্যে ছাড়া খাদ্য তৈরি করতে পারে না। ৩. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। ৪. উদ্ভিদ তার শ্বসন কাজে বায়ুর অক্সিজেন ব্যবহার করে। 

+ Report
Total Preview: 934
paribesho shongrokhner akti upay lekh. udoveder beঁche thakar janno ken mati, bayoু o pani proyojon ta charoti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd