Answer জীব তথা উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। নিম্নে উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা আলোচনা করা হলো-
উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা-
১. উদ্ভিদের দেহের প্রায় ৯০ ভাগ পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে।
২. পানির মাধ্যমে উদ্ভিদ মাটি হতে পুষ্টি উপাদান শোষণ করে।
৩. প্রচন্ড গরমে পানি উদ্ভিদের দেহকে শীতল রাখে।
প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা-
১. পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহণে সাহায্য করে।
২. খাদ্য পরিপাকে সাহায্য করে।
৩. দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।