Question:বাতাসে পানি আছে তা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? 

Answer বাতাসে যে সবসময় কিছু জলীয়বাষ্প তথা পানি থাকে তা আমরা নিচের পরীক্ষাটির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। পরীক্ষাটির জন্য প্রয়োজন একটি কাচের গ্লাস ও কয়েক টুকরা বরফ। পরীক্ষাটির শুরুতে বরফের টুকরাগুলো গ্লাসে নিই। এ অবস্থায় কিছুক্ষণ রেখে গ্লাসের বাইরে গায়ে পানি জমা হয়েছে। বরফের ঠান্ডার কারণে গ্লাসটি ঠাণ্ডা হয়েছে। এতে গ্লাসের চারপাশের জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পানি বিন্দুতে পরিণত হয়েছে। এ থেকে বোঝা যায় যে, বায়ুতে সবসময়ই কিছু জলীয়বাষ্প তথা পানি থাকে। 

+ Report
Total Preview: 3310
batashe pani ache ta amora kivabe baakha karote pari?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd