Question:সুমনা চুলায় পানি ফুটাতে দিয়ে দেখলো পানি গরম হয়ে বাষ্পে পরিণত হচ্ছে। পানির এই প্রক্রিয়াকে কী বলে? এরূপ পানির কয়েকটি অবস্থার পরিবর্তন সম্পর্কে লেখ। 

Answer সুমনা যখন পানিতে তাপ দিলো তখন তা জলীয় বাষ্পে পরিণত হলো। এভাবে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীয়ভবন বলে।তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অন্য অবস্থায় পরিণত হয়। যেমন- ১. বরফে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। ২. পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। ৩. জলীয় বাষ্পকে ঠাণ্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। ৪. পানিকে শীতল করা হলে তা কঠিন বরফে পরিণত হয়। 

+ Report
Total Preview: 616
shumona chulay pani phoুtate diye dekhlo pani garomo hoye bashpe parint hocche. panir ai prokriyake ki bole? arup panir kayekti oboshothar pariborotn shomoparoke lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd