Question:রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ু দূষণ কমাতে পারে? 

Answer রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহারকৃত বস্তুসমূহকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায়। বিভিন্ন প্ররা প্লাস্টিকের বস্তু যেমন- কাগজ, খাবারের বাক্স, পানির বোতল, পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহার হয়ে গেলে আমরা ফেলে দেই। কিন্তু এসব বস্তু দৈনন্দিন জীবনে দরকারি বলে আবার উৎপাদন করতে হয়। এই উৎপাদন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করায় তা বায়ুতে দূষণ ঘটায়। এছাড়া ফেলে দেওয়া দ্রব্যসমূহ আবর্জনা রূপে পরিবেশকে দূষিত করে। তাই এমন প্লাস্টিক বস্তু রিসাইকেল করে ব্যবহার করলে নতুন করে খুব বেশি উৎপাদন করা প্রয়োজন পড়ে না। ফলে জ্বালানি কম ব্যবহার হওয়ায় পরিবেশও কম দূষিত হয়। এভাবে রিসাইকেল প্রক্রিয়া বায়ু দূষণ কমাতে পারে। 

+ Report
Total Preview: 5263
rishaikel prokriya kivabe bayoু doূshn kamate pare?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd