Question:সুষম খাদ্যের প্রয়োজনীয়তা ৫টি বাক্যে লেখ। 

Answer সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিম্নরূপ- ১. কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন যা আমরা সুষম খাদ্য থেকে পেয়ে থাকি। ২. প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে ও সহজেই রোগে আক্রান্ত হয়। ৩. সুষম খাদ্যের অভাবে শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। ৪. অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। ৫. অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে বলে আমাদের বয়স ও কাজের ধরণ অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করা উচিত। 

+ Report
Total Preview: 2959
shushmo khadojer proyojoneyota ৫ti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd