Question:বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের ৫টি উপায় লেখ। 

Answer বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের ৫টি উপায় হলো- ১. চাল, গম, ডাল ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। ২. হিমাগারে বা ফ্রিজের ঠাণ্ডায় মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি বেশ কিছুদিন ভালো থাকে। ৩. ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ু রোধী পাত্রে সংরক্ষণ করা হয়। ৪. লবন বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। ৫. চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বরই, আম ইত্যাদি অনেকদিন সংরক্ষণ করা সম্ভব। 

+ Report
Total Preview: 4671
boigganik padhtite khadojshongrokhner ৫ti upay lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd