Answer সংক্রামক রোগ নিম্নলিখিতভাবে ছড়ায়-
১. বায়ুর মাধ্যমে: হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে এবং জীবে সংক্রমিত হয়। যেমন- সোয়াইন ফ্লু।
২. পানির মাধ্যমে: অনেক সময় জীবাণু পানিকে দূষিত করে থাকে। এই দূষিত পানি পান করার মাধ্যমে সংক্রামক রোগের জীবাণু বিস্তার লাভ করে। যেমন- ডায়রিয়া, আমাশয় ইত্যাদি।
৩. সংস্পর্শের মাধ্যমে: রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমেও সংক্রামক রোগের বিস্তা ঘটে থাকে।
৪. প্রানী ও পোকামাকড়ের মাধ্যমে: প্রানী ও পোকামাকড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। আবার মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়।