Answer পানি জমে থাকে এমন বস্তু যেমন- গামলা, টায়ার, ফুলের টব ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি। কারণ ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বাহক হলো মশা। এরা বদ্ধ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। সাধারণত গামলা, চায়ার এমনকি ফুলের টবে জমে থাকা পানিতেও এরা ডিম পেড়ে থাকে। এগুলো পরিষ্কার রাখলে বা সরিয়ে ফেললে মশকী আর ডিম পাড়তে পারে না। ফলে তাদের বংস বিস্তার থেমে যাওয়ায় অর্থাৎ পরিবেশ বাহক শূন্য হওয়ার কারণে ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণু বিস্তারলাভ করতে পারে না। ফলে এ দুটি রোগ প্রতিরোধ করা যায়।