Question:পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায়? 

Answer পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য: ১. দুটি রোগের জন্যই দায়ী বিভিন্ন জীবাণু। ২. দুটি রোগ ছড়াতেই মাধ্যমের প্রয়োজন হয়। পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের বৈসাদৃশ্য: ১. পানিবাহিত রোগের জীবাণু পানির মাধ্যমে বিস্তার লাভ করে কিন্তু বায়াবাহিত রোগের জীবাণু বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে। ২. পানিবাহিত রোগ হলো- ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি, অন্যদিকে বায়ুবাহিত রোগের মধ্যে রয়েছে সোয়াইন ফ্লু, গুটিবসন্ত, যক্ষ্মা ইত্যাদি। 

+ Report
Total Preview: 1699
panibahit abong bayoুbahit roger shadrishojo boishadrishojkothayo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd