Question:সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা কর।
Answer পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে সম্পূর্ণ ঘুরছে। এই ঘুর্ণন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পন্ন করে। পৃথিবীর এই ঘুর্ণনের কারণে সূর্য পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তাই প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে, এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়।
+ Report
shoূrojoke paূrobo theke pashochimo akashe chlman mone hoy ken? baakha karo.