Question:পৃথিবীর দুই ধরণের গতি কী কী?
Answer
পৃথিবীর দুই ধরণের গতি হলো- ১. আহ্নিক গতি ও ২. বার্ষিক গতি।
Question:পৃথিবীর দুই ধরণের গতি কী কী?
পৃথিবীর দুই ধরণের গতি হলো- ১. আহ্নিক গতি ও ২. বার্ষিক গতি।
Question:দিন ও রাত কী কারণে হয়?
পৃথিবী তার অক্ষের উপর দিনে একবার ঘুর পাক খায়। একে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণেই পৃথিবীতে দিন ও রাত হয়।
Question:চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময়ই আলোকিত থাকে। কিন্তু পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।
Question:গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
গ্রহ নক্ষত্রের চারদিকে ঘুরে। যেমন- পৃথিবী একটি গ্রহ যা নক্ষত্র সূর্যের চারিদিকে ঘুরে। আবার উপগৃহ গ্রহের চারদিকে ঘুরে। যেমন- চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরে।
Question:পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?
পৃথিবীর অর্ধেক উত্তরাংশে সূর্যর দিকে হেলে পড়লে সেদিন গ্রীষ্মকাল হয়। এর বিপরীত অর্থাৎ পৃথিবীর বাকি অর্ধেক দক্ষিণাংশতে তখন শীতকাল হয়।
Question:ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।
পৃথিবীর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় একপাশে একটু হেলে ঘোরে। পৃথিবীর এই হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঘুঁকে থাকে তখন সূর্য রশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে এসে এই এলাকায় পড়ে। এছাড়া হেলে থাকার জন্য উভয় গোলার্ধ এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। অর্থাৎ সে সময় উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত্রি ছোট হয়। বেশিক্ষণ ধরে সূর্য রশ্মি পাওয়ার ফলে ঐ এলাকার তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে তখন ঐ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দেখা দেয়। এই সময় দক্ষিণ গোলার্ধে এর ঠিক উল্টো ব্যাপার ঘটে। তাই সেখানে হয় শীত কাল। এভাবে বার্ষক গতির কারণে ঋতু পরিবর্তন ঘটে থাকে।
Question:সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা কর।
পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে সম্পূর্ণ ঘুরছে। এই ঘুর্ণন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পন্ন করে। পৃথিবীর এই ঘুর্ণনের কারণে সূর্য পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তাই প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে, এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়।
Question:পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতার কী ঘটে? তখ দিন ও রাতের দৈর্ঘের কী পরিবর্তন ঘটে?
যখন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ বা উত্তরা গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশে গ্রীষ্মকাল হয়। গ্রীষ্মকালে সূর্য গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়।
Question:কীভাবে সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত?
আমাদের সৌরজগতের কেন্দ্র বিন্দু হলো সূর্য। সৌরজগতে এই সূর্যকে কেন্দ্র করেই সব গ্রহ, উপগ্রহ ঘুরছে। সূর্য অনেকগুলো গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সির অংশ মাত্র। প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ হাজার কোটি নক্ষত্র বা সূর্য থাকে। মহাকাশের গ্যালাক্সিগুলোর মধ্যে মিল্কিগুলোর মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। এ সকল কিছু আবার একত্রে আমাদের মহাবিশ্বের অংশ। আর আমাদের এ মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। এভাবেই সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্ক যুক্ত।
Question:জুন মাস, বিকাল ৫:০০, ডিসেম্বর মাস বিকাল ৫:০০ দুটি ছবি। দুটি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন। এর কারণ কী?
উপরের ছবি দুটির প্রথমটি জুন মাসে এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে তোলা। জুন মাসের ছবিটিতে সুস্পষ্ট দিনের আলো দেখা করা গেলেও ডিসেম্বর মাসের ছবিটিতে সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্নতা দেখা যাচ্ছে। যদিও দুটি ছবিও বিকেল ৫:০০ টায় তোলা। এরকম হবার কারণ হলো পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবী সূর্যের চারিদিকে ৩৬৫ দিনে একবার ঘুরে আসে। এভাবে ঘুরে আসার সময় পৃথিবী একদিকে একটু হেলে থাকে। যে অংশ সূর্যের দিকে বেশি ঝুকে থাকে সে অংশে সূর্যের আলো বেশিক্ষণ ধরে থাকে, ফলে ঐ অংশে শ্রীষ্মকাল হয়। প্রথম চিত্রটিতে এ ঘটনার কারণেই বিকাল ৫:০০ টায় উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে। ঐ সময় সূর্যের আলো পৃথিবীর অপর পাশে বেশিক্ষণ থাকে। আর ছবিটি পৃথিবীর যে অংশে রয়েছে, যে অংশে কম সময় আলো দেয়। একারণেই দ্বিতীয় ছবি তোলার সময়টি শীতকাল, তাই বিকাল ৫:০০ টায় সন্ধ্যা হয়ে যাওয়াতে অন্ধকারাচ্ছন্ন মনে হয়।