Question:জুন মাস, বিকাল ৫:০০, ডিসেম্বর মাস বিকাল ৫:০০ দুটি ছবি। দুটি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন। এর কারণ কী?
Answer উপরের ছবি দুটির প্রথমটি জুন মাসে এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে তোলা। জুন মাসের ছবিটিতে সুস্পষ্ট দিনের আলো দেখা করা গেলেও ডিসেম্বর মাসের ছবিটিতে সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্নতা দেখা যাচ্ছে। যদিও দুটি ছবিও বিকেল ৫:০০ টায় তোলা। এরকম হবার কারণ হলো পৃথিবীর বার্ষিক গতি।
পৃথিবী সূর্যের চারিদিকে ৩৬৫ দিনে একবার ঘুরে আসে। এভাবে ঘুরে আসার সময় পৃথিবী একদিকে একটু হেলে থাকে। যে অংশ সূর্যের দিকে বেশি ঝুকে থাকে সে অংশে সূর্যের আলো বেশিক্ষণ ধরে থাকে, ফলে ঐ অংশে শ্রীষ্মকাল হয়। প্রথম চিত্রটিতে এ ঘটনার কারণেই বিকাল ৫:০০ টায় উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে। ঐ সময় সূর্যের আলো পৃথিবীর অপর পাশে বেশিক্ষণ থাকে। আর ছবিটি পৃথিবীর যে অংশে রয়েছে, যে অংশে কম সময় আলো দেয়। একারণেই দ্বিতীয় ছবি তোলার সময়টি শীতকাল, তাই বিকাল ৫:০০ টায় সন্ধ্যা হয়ে যাওয়াতে অন্ধকারাচ্ছন্ন মনে হয়।