Question:তুলি ভূ-গোলক থেকে আহ্নিক গতি সম্পর্কে জানতে পারলো। এই গতির ফলে পৃথিবীতে সংঘটিত হওয়া দুটি পরিবর্তন সম্পর্কে লিখ। পৃথিবী নিজ অক্ষে কত ঘন্টায় একবার ঘুরে? 

Answer আহ্নিক গতির ফলে সংঘঠিত হওয়া দুটি পরিবর্তন হলো দিন এবং রাত। তুলি ভূ-গোলক থেকে দিন রাত্রির পরিবর্তন সম্পর্কে জানলো। পৃথিবী একদিক সূর্যের দিক মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীতে থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন। এবং যে দিকটা বিপরীতে থাকে সেই দিকটায় রাত হয়। পৃথিবী প্রতি ২৪ ঘন্টায় নিজ অক্ষে একবার ঘুরে। 

+ Report
Total Preview: 943
tuli bhূ-golk theke ahonik gati shomoparoke jante parolo. ai gatir phole prithibite shongghtit hooya duti pariborotn shomoparoke likh. prithibi nijo okkhe koto ghntay akbar ghure?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd