Question:তন্দ্রা আকাশের চাঁদ দেখে বিস্মিত হয়। কখনো পূর্ণ কখনোবা এক চিলতে চাঁদ দেখে সে। চাঁদের এই অবস্থাকে কী বলে? এই অবস্থা সম্পর্কে দুটি বাক্য লিখ। উপগ্রহটির পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে কত সময় লাগে?
Answer তন্দ্রারা দেখা চাঁদের আকৃতির অবস্থাকে চন্দ্র দশা বলে। চন্দ্র দশা সম্পর্কে দুটি বাক্য নিম্নরূপ- ১. যখন চাঁদের সম্পূর্ণ অংশ দেখা যায় তখন একে পুর্ণিমার চাঁদ বলা হয়। ২. যখন চাঁদের আলোকিত অংশ একদম দেখতে না পাই তখন একে আমাবস্যার চাঁদ বলা হয়। পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরে আসতে প্রায় ২৮দিন লাগে।
+ Report
tndra akasher chaঁddekhe bishomit hoyo. kokhonো paূron kokhonোba ak chilte chaঁddekhe she. chaঁder ai oboshothake ki bole? ai oboshotha shomoparoke duti bakjlikh. upagrhotir prithibir charidike ghure ashote koto shomoy lage?