Question:কৃষি প্রযুক্তি কীভা আমাদের জীবনমান উন্নত করে? 

Answer খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচপাম্প, ফসল মাড়ােই যন্ত্র প্রভৃতির যান্ত্রিক শক্তি কাজে লাগিয়ে স্বল্প সময়ে অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে। তাছাড়াও রাসায়নিক সারের ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে পোকা ও আগাছ দমনে রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করেছে। এসব উদ্ভিদ অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল। এভাবেই কৃষি প্রযুক্তি আমাদের জীবনমানকে উন্নত করে তলেছে। 

+ Report
Total Preview: 2247
krishi projukti kiva amader jibonman unnot kare?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd