Question:বিজ্ঞানীরা খালি চোখে দেখা যায় না এমন বস্তু দেখার যন্ত্র আবিষ্কার করেছেন। সেই সাথে কৃষিতেও প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছেন। তাদরে আবিষ্কৃত যন্ত্রের নাম কী? উক্ত ক্ষেত্র দুটির প্রযুক্তির ব্যবহার লেখ। 

Answer খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা কৃষিতে রাসায়নিক ও জৈব প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছেন। নিম্নে এই প্রযুক্তির ব্যবহার দেওয়া হলো: ১. রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। ২. জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, যা অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকা-মাকড় প্রতিরোধী। 

+ Report
Total Preview: 627
bigganera khali chokhe dekha jay na amon boshotu dekhar jontro abishkar karechen. shei shathe krishiteo projuktir babohar ghtiyechen. tadore abishkৃt jontrer namo ki? ukto kkhetro dutir projuktir babohar lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd