Question:প্রযুক্তি আমাদের জীবকে উন্নত করেছে, কিন্তু উন্নত প্রযুক্তি পরিবেশের ওপর প্রভাব ফেলেছে। পরিবেশের ওপর এর প্রভাব ফেলেছে। পরিবেশের ওপর এর প্রভাব ৫টি বাক্যে লেখ। 

Answer উন্নত প্রযুক্তি যে প্রভাব ফেলেছে তা হলো পরিবেশ দূষণ। যেমন- ১. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে বায়ু দূষিত হয়। ২. কল-কারখানার কালো ধোঁয়া বাতাসে মিশে এসিড বৃষ্টি ঘটায়। ৩. বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি হয়। ৪. রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। ৫. অধিক কীটনাশক ব্যবহার মাটি ও পানি উভয়কেই দূষিত করে। 

+ Report
Total Preview: 583
projukti amader jiboke unnot kareche, kintu unnot projukti paribesher opar provabo pheleche. paribesher opar ar provabo pheleche. paribesher opar ar provabo ৫ti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd