Question:পরিবেশ দূষণের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব ৫টি বাক্যে লেখ। 

Answer বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী। তাছাড়া এর ফলে সৃষ্ট এসিড বৃষ্টির পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। এসব সার ও কীটনাশকের ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। এসব সার ও কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদী-নালার পানিকে দূষিত করে এবং জলজ প্রাণী ধ্বংস করে। 

+ Report
Total Preview: 2640
paribesho doূshner kkhetre projuktir khtikr provabo ৫ti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd