Question:মানব কল্যাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ক্ষতিকর প্রভাব আলোচনা কর। 

Answer আধুনিক প্রযুক্তি মানব কল্যাণের পাশাপাশি অনেক ক্ষতিকর ভূমিকাও রাখে। বায়ু, মাটি ও পানিদূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, এসিড বৃষ্টি প্রভৃতি পরিবেশ দূষণের কারণ নানা ধরণের প্রযুক্তি। প্রযুক্তি ব্যবহার করে বন্দুক, বোমা, ট্যাংক প্রভৃতি মারণাস্ত্র তৈরি করা হচ্ছে যেগুলো মানুষের কোনো উপকারই করে না। আবার অনেক সময় টেলিভিশন ও কম্পিউটার প্রভৃতি বিনোদন ও শিক্ষামূলক যন্ত্র আমরা সঠিক ভাবে ব্যবহার করি না। এতে আমাদের মানসিক বৃদ্ধি ও মুক্তচিন্তার পথে বাধার সৃষ্টি করে। 

+ Report
Total Preview: 3331
manbo kaljoaner pashapashi adhunik projuktir khtikr provabo alochna karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd