Question:তথ্য বিনিময় না করলে কী হতে পারে ব্যাখ্যা কর। 

Answer তথ্য বিনিময় হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে জানা তথ্য পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আদান-প্রদান করা। তথ্য বিনিময় না করলে আমাদের স্বাভাবিক জীবনে নানান ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন- যদি আবহাওয়াবিদরা বলেন যে প্রচন্ড জলোচ্ছাস হবে, কিংবা ঘূর্ণিঝড়হবে এবং এই তথ্যটি যদি বিনিময় তথা কাউকে জানানো না হয় তাহলে সমুদ্র উপকূলের মানুষ ছাড়াও অন্যান্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের ক্ষতি বৃদ্ধি পাবে। শুধু দুর্যোগই নয়, যদি দেশে কোনো রোগ বা আতঙ্কের কোনো ব্যাপার সৃষ্টি হয় তবে তা সকলের কাছে বিনিময় করা উচিত। যদি তা না করা হয় তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। 

+ Report
Total Preview: 1608
ttho binimoy na karole ki hote pare baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd