আমাদের জীবনে তথ্য
  1. Question:তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ। 

    Answer
    তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্র হলো- পেনড্রাইভ, ডিভিডি, মেমরিকার্ড।

    1. Report
  2. Question:কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? 

    Answer
    কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।

    1. Report
  3. Question:তথ্য কেন গুরুত্বপূর্ণ? 

    Answer
    তথ্য আমাদের জ্ঞান ভান্ডারকে আরও বৃদ্ধি করে, নতুন কিছু শিখতে ও কী করতে হবে যে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

    1. Report
  4. Question:ইন্টারনট কী? 

    Answer
    ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। যার মাধ্যমে মুহুর্তেই সকল স্থানের খবরাখবর জানা যায়।

    1. Report
  5. Question:বাংলাদেশে ব্যবহৃত তিনটি "Search engine" এর নাম লেখ। 

    Answer
    বাংলাদেশে ব্যবহৃত তিনটি "Search engine" হলো-
    গুগল (google) ইয়াহু (yahoo) ও পিপীলিকা (pipilika)।

    1. Report
  6. Question:“বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে। এখন তুমি কী করবে? 

    Answer
    “বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে” এই তথ্যটি যদি আমি টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যই আমি তা যতদূর সম্ভব সকলকে জানাবো। অর্থাৎ আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে অবশ্যিই আমি তা যতদূর সম্ভব সকলকে জানাবো। অর্থাৎ আমরা টেলিভিশনের মাধ্যমে পাওয়া তথ্যটি আমি বিনিময় করব। আমরা জানা তথ্যটি বিনিময়ের জন্য আমি বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিতে পারি। যেমন- টেলিফোনের মাধ্যমে, নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জানাতে পারি, খুদে বার্তা (এস.এমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে, ইন্টারনেটের মাধ্যমেও সকলকে সতর্ক করতে পারি। ঘূর্ণঝড়ে তথ্যটি যতি অন্যান্য মানুষদের জানাতে পারি তবে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাসের ব্যবস্থা নিবে। ফলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে।

    1. Report
  7. Question:কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ কর তা বর্ণনা কর। 

    Answer
    ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য অনুসন্ধান করে নানা তথ্য জানতে পারি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতি ফলে বর্তমানে অধিকাংশ তথ্য সংগ্রহ করা হয় ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য আমরা প্রথমেই তথ্য অনুসন্ধানকারী বিভিন্ন সার্চ ইঞ্জিন, যেমন- গুগল, ইয়াহু, পিপীলিকার সাহায্য নেব। তারপর যে বিষয়য়ের তথ্যটি আমি খুবছি তার “মূলশব্দ” হিসেবে উল্লেখ্য করে “Search Bar" এ লিখে "Search" লেখাটিতে অথবা "Enter Key" তে চাপ দিব। এরপর সার্চ ইঞ্জিনে আমরা খোজা সম্পর্কিত যে তথ্যটি ওয়েব সাইটে পাওয়া যাবে তা হতে আমার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব। এভাবেই ইন্টারনেটের মাধ্যমে তথ্যটি সংগ্রহ করব। এভাবেই ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়।1

    1. Report
  8. Question:কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে? 

    Answer
    তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদরে যথাযথ দক্ষতা অর্জন করা জরুরী। তথ্য খুঁজতে আমাদের প্রথমেই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। কেননা তথ্য সংগ্রহ করতে ইন্টারনেটে নানা বিষয় যেমন- সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, সার্চ বার, তথ্য নির্বাচন ইত্যাদি বিষয় সম্পকের্ ধারণা থাকা জরুরী তা না হলে তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে ব্যর্থ হবে। আবার তথ্য সংগ্রহকারী যদি সঠিক তথ্য সংগ্রহে ব্যার্থ হবে। আবার তথ্য সংগ্রহকারী সঠিক তথ্য তথ্যর গুরুত্ব অনুধাবন করতে না পারেন তবে তথ্য জানার কোনো সুফল পাওয়া যাবে না। জানা তথ্য যদি সকলের নিকট বিনিময় করার প্রয়োজন হয় তবে তা অবশ্যই বিনিময় করতে হবে। তথ্য বিনিময়ের  জন্য বিনিময় মাধ্যম, যেমন- ইন্টারনেট, ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন ব্যবহার করার জন্য অভিজ্ঞাতার প্রয়োজন। যদি তথ্য সংগ্রহকারী তথ্যের গুরুত্ব মূল্যায়ন করতে না পারেন তবে সে তথ্য ব্যাবহার এর কোন উপকারে আসবে না।

    1. Report
  9. Question:তথ্য বিনিময় না করলে কী হতে পারে ব্যাখ্যা কর। 

    Answer
    তথ্য বিনিময় হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে জানা তথ্য পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আদান-প্রদান করা। তথ্য বিনিময় না করলে আমাদের স্বাভাবিক জীবনে নানান ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন- যদি আবহাওয়াবিদরা বলেন যে প্রচন্ড জলোচ্ছাস হবে, কিংবা ঘূর্ণিঝড়হবে এবং এই তথ্যটি যদি বিনিময় তথা কাউকে জানানো না হয় তাহলে সমুদ্র উপকূলের মানুষ ছাড়াও অন্যান্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের  ক্ষতি বৃদ্ধি পাবে। শুধু দুর্যোগই নয়, যদি দেশে কোনো রোগ বা আতঙ্কের কোনো ব্যাপার সৃষ্টি হয় তবে তা সকলের  কাছে বিনিময় করা উচিত। যদি তা না করা হয় তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

    1. Report
  10. Question:তোমার একজন বন্ধু জাপানে থাকে। তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায়ে তুমি তার সাথ তথ্য বিনিময় করতে পার? এর জন্য তোমার কী কী প্রযুক্তির দরকার হবে? লেখ। 

    Answer
    জাপানে থাকা বন্ধুর সাথে আমি যে উপায়ে তথ্য বিনিময় করতে পারি তা হলো-
    ১. টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি।
    ২. চিঠি আদান-প্রদান করে তথ্য বিনিময় করতে পারি।
    ৩. ক্যামেরার মাধ্যমে ছবি বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি।
    ৪. ক্ষুদে বার্তা (এস.এম.এস) ই-মেইল সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি।
    তথ্য বিনিময়ের জন্য আমার যেসকল প্রযুক্তি দরকার তা হলো:
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইন্টারনেট প্রযুক্তি, মোবাইল প্রযুক্তি, কম্পিউটার প্রযুক্তি, ক্যামেরা প্রযুক্তি ইত্যাদি।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd