Question:ইন্টারনেট কী কী কাজে লাগে দুইটি বাক্যে লেখ। তথ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ।
Answer ইন্টারনেট কী কী কাজে লাগে দেওয়া হলো- ১. তথ্য সংগ্রহ করতে ২. তথ্য আদান-প্রদান করতে তথ্য সংরক্ষণের তিনটি উপায় নিচে দেওয়া হলো- ১. খাতায় লিখে তথ্য সংরক্ষণ করা যায়। ২. ছবি তুলে বা ভিডিও করে তথ্য সংরক্ষণ করা যায়। ৩. তথ্য সংরক্ষণ প্রুযুক্তি, যেমন-পেন ড্রাইভ, সিডি, ভিসিডি মেমরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায়।
+ Report
intaronet ki ki kaje lage duiti bakje lekh. totho shongrokhner tinti upay lekh.