Question:দিশা তার বন্ধু বান্ধব পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গেমিশে অনেক কিছু জানতে ও জানাতে পারে। দিশার এই জানার প্রক্রিয়াকে কী বলে? এই প্রক্রিয়া দিশাকে কীভাবে সাহায্য করে? এটি কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? 

Answer দিশা যে প্রক্রিয়ায় কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করে তাকে তথ্য বিনিময় বলে। তথ্য বিনিময় দিশাকে নিরাপদ থাকতে, ভালোভাবে বাচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য বিনিময় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ। 

+ Report
Total Preview: 584
disha tar bondhu bandhbo paribar abong onnanno manusher shongemishe onek kichu jante o janate pare. dishar ai janar prokriyake ki bole? ai prokriya dishake kivabe shahajojkare? ati kon kon kkhetre guruttopaূron?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd