Question:জান্নাত কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পেতে কিছু মৌলিক ধাপ অনুসরণ করে। জান্নাতের এই নেটওয়ার্ক মাধ্যমটির নাম কী? এই মাধ্যমে তথ্য সংগ্রহের দুটি ধাপ লেখ।
Answer জান্নাত তথ্য পেতে যে নেটওয়ার্ক মাধ্যমের সাহায্যে নেয় সেটি হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের দুটি ধাপ নিম্নরূপ- ১. Search ইঞ্জিন, যেমন- গুগল, ইয়াহু, পিপীলিকা ইত্যাদি ব্যবহার করা। ২. যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করা হবে সে বিষয় সম্পর্কিত “মূল শব্দটি” "Search Bar" এ লিখে "Search" লেখাটিতে অথবা "Enter key" তে চাপ দিতে হবে।
+ Report
jannoat computerেr netoyaroker madhjome totho pete kichu moৌlik dhap onushoron kare. jannoater ai netoyarok madhjomotir namo ki? ai madhjome totho shonggrher duti dhap lekh.