Question:তথ্য বিনিময়ের গুরুত্ব ৫টি বাক্যে লেখ। 

Answer আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। যেমন- দেশে সংক্রামক রোগ ফ্লু ছড়িয়ে পড়বে এ তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এ তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আবার জলোচ্ছাস হবার বিষয়ে আবহাওয়াবিদরা সতর্করা জারি করলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রে মাছ ধরার ট্রলারও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। 

+ Report
Total Preview: 3793
ttho binimoyer gurutto ৫ti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd