Question:গ্রীষ্মকালে তোমার দেশে বজ্রঝড় হয়। এই ঝড় কী নামে পরিচিত? এ ঝড় সম্পর্কে ৪টি বাক্য লেখ। 

Answer গ্রীষ্মকালের বজ্রঝড় কালবৈশাখী নামে পরিচিত। কালবৈশাখী সম্পর্কে ৪টি বাক্য নিম্নরূপ: ১. স্থলবাভ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী সৃষ্টি হয়। ২. এ ঝড় সর্বোচ্চ ২০ কি.মি. এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। ৩. এ ঝড়ের সময় সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। ৪. মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি সৃষ্টি করে। 

+ Report
Total Preview: 1081
grishmokale tomar deshe bojrঝড় hoyo. ai ঝড় ki name parichito? a ঝড় shomoparoke ৪ti bakjlekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd