Question:দিশা ব্রাক্ষ্মণ বাড়িয়াতে ঘটে যাওয়া এমন একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানলো যা সরু, ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। দিশা কোন দুর্যোগ সম্পর্কে জেনেছে? উক্ত দুর্যোগের ২টি বৈশিষ্ট্য লেখ। এর ক্ষয়ক্ষতি সম্পর্কে দুটি বাক্যে লেখ। 

Answer দিশা টর্নেডো সম্পর্কে জেনেছে। টর্নোডোর ২টি বৈশিষ্ট্য নিম্নরূপ: ১. টর্নেডো আকারে এক কিলোমিটারের কম হয়। ২. এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডোর ফলে ঘরবাড়ির ছাদ যেতে পারে, দেয়াল ভেঙ্গে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। টর্নোডো বড় বড় স্থাপনা ভেঙ্গে ফেলতে পারে। 

+ Report
Total Preview: 546
disha brakhmon baড়িyate ghte jaoya amon akti prakritik durojog shomoparoke janlo ja shoru, fanel akritir ghূronayoman shaktishali bayoুprobaho. disha kon durojog shomoparoke jeneche? ukto durojoger ২ti boishishtjlekh. ar khyokhti shomoparoke duti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd