Question:কিছুদিন আগে বাগেরহাট নিম্নচাপের ফলে ঝড়ের সৃষ্টি হয়, এ ঝড়ের নাম কী? এর দুুটি বৈশিষ্ট্য লেখ। এর ঝড় কী ক্ষতি করে তা দুটি বাক্যে লেখ। 

Answer বাগেরহাটে সৃষ্ট ঝড় হলো ঘুর্ণিঝড়। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্যঝড়। এর বৈশিষ্ট্য নিম্নরূপ: ১. ৫০০-৮০০ কিলোমিটার এলাকা জুড়ি বিস্তৃত হয়। ২. অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপকহারে বাষ্পে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছা্বাসে লোকালয় পড্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝেমাঝে তীব্র জোয়ারের সৃষ্টি হয় সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। 

+ Report
Total Preview: 581
kichudin age bagerohat nimonchaper phole ঝড়েr shishti hoyo, a ঝড়েr namo ki? ar duুti boishishtjlekh. ar ঝড় ki khti kare ta duti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd