Question:স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপ ও সমুদ্রে নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয় তা ৫টি বাক্যে লেখ। 

Answer দিনের বেলায় উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে হালকা হয়ে উপরে উঠে যায় এবং মূল্যস্থান সৃষ্টি করে, নিম্নচাপ তৈরি করে। আবার সমুদ্রের উপরের ঠান্ডা বায়ু ভারী হয়ে নিচে নেমে গিয়ে সমুদ্রের উপর বায়ুর চাপ বৃদ্ধি করে। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে গিয়ে ফাঁকা স্থান তৈরি হয়, ফলে উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কিন্তু রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, ফলে স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হয়। 

+ Report
Total Preview: 2119
shotholvage bayoুr uchchchap o shomudre nimonchap o shomudre nimonchap kivabe shishti hoy ta ৫ti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd