Question:কীভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? 

Answer জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের নির্গমনের পরিমাণ কমিয়ে জলবায়ুর পরিবর্তনের হার কমাতে পারি। এজন্য আমরা যা যা করবো সেগুলো হলো- ১. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমাতে হবে। ২. নবায়নযোগ্য শক্তি, যেমন- সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। ৩. বৃক্ষরোপনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। ৪. দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমাতে হবে। 

+ Report
Total Preview: 2425
kivabe amora jalbayoু pariborotner har kamate pari?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd