Question:পৃথিবীর বায়ুমন্ডল গ্রিন হাউজের কাচের মতো কাজ করে কেন? 

Answer পৃথিবীর চারিদিকে ঘিরে আছে বায়ুমন্ডল। এই বায়ুমন্ডলে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয়বাষ্পসহ অন্যান্য গ্যাস। বায়ুস্থ এই কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও জলীয়বাষ্প গ্রিন হাউজের মত কাজ করে। কারণ সূর্যের আলো এসব গ্রঅসের স্তরকে ভেদ করে পৃথিবীকে উষ্ণ করে। কিন্তু উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে চলে যাবার সময় এ গ্যাসগুলো বাধা দেয়। ফলে পৃথিবী রাতের বেলাতেও গরম থাকে। এভাবেই পৃথিবীর বায়ুমন্ডল গ্রিন হাউজের কাচের মতো কাজ করে। 

+ Report
Total Preview: 2427
prithibir bayoুmondol grin haujer kacher moto kajo kare ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd